Python Beginning To Advance with Blockchain, Machine Learning and Data Science Course Introduction

এই কোর্সে আপনাকে পাইথন একদম বিগিনিং থেকে অ্যাডভান্স সবকিছু পুঙ্খানুপুঙ্খ শেখানো হবে। এই কোর্সটি করার জন্য পাইথন নিয়ে কোন রকমের পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই । কীভাবে পাইথন কোড করতে হয় ,ডেটা সায়েন্সে, ব্লকচেইন এবং মেশিন লার্নিং এ ব্যবহার করতে হয় এবং কীভাবে ডেটা সায়েন্স, ব্লক চেইন পদ্ধতি গুলো প্রয়োগ করতে হয় এবং পাইথন প্রোগ্রামিং সম্পর্কিত প্রয়োজনীয় ডেটা বিশ্লেষণ দক্ষতা এবং ধারণাগুলি অর্জন করতে হয় তা শেখানো হবে। মূলতঃ আপনি এখানে নিম্নোক্ত বিষয়গুলোতে এক্সপার্ট হবেন :

1. Python Beginning to Advance
2. Machine Learning with Python
3. Big Data Handling with Python
4. Data Analytics & Data Science with Python
5. Python with MySQL
6. Python with MongoDB
7. Blockchain with Python
8. Django Web Framework

এতে আপনি ডিমান্ড অনুযায়ী ভবিষ্যতে নিম্নোক্ত ট্র্যাকের যেকোনোটিতে আপনার ক্যারিয়ার গড়তে পারবেন। ট্র্যাক গুলো হচ্ছে :

1. Web Development
2. Software Development
3. Data Science
4. Big Data
5. Machine Learning(ML)
6. Blockchain

Update

Steve Rich's Exciting New Book: A Journey into the World of Forex Trading!

Interview

ক্লাস শুরু হবে : ২৭ ডিসেম্বর ২০২২ থেকে।
সপ্তাহে : রবিবার এবং মঙ্গলবার
ক্লাসের সময়: সন্ধ্যা ৬:০০ টা থেকে।
কোর্স ফী: ৩০,০০০/=
কোর্সের মেয়াদ: ছয় মাস থেকে আট মাস লাগবে।
ভর্তির শেষ দিন: ২০ জন হলেই ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
যোগাযোগ: এই Python Course টি করার জন্য কার সাথে যোগাযোগ করব?
যারা এই কোর্সটি করতে আগ্রহী তারা অতিসত্ত্বর সরাসরি কোর্স ইন্সট্রাক্টর জনাব মাসুদ আলম এর সাথে facebook inbox অথবা তার whatsApp এ যোগাযোগ করুন। যোগাযোগের নম্বর : 01902 88 55 44

জনাব মাসুদ আলম কে? কেন তার কাছে Python Beginning To Advance Course with Machine Learning and Data Science কোর্সটি করা উচিৎ ?
জনাব মাসুদ আলম বাংলাদেশের ৩৬ তম Zend Certified Engineer । তিনি ২০০৯ সালে কম্পিউটার সাইন্স থেকে বেচেলর ডিগ্রী অর্জন করেন । দীর্ঘ ১৫ বছর তিনি Winux Soft, SSL Wireless, IBCS-PRIMAX, PeopleNTech, Max Group, Canadian International Development Agency (CIDA), Care Bangladesh, World Vision, Hellen Keller, Amarbebsha Ltd,Advance Equipment Ltd সহ বিভিন্ন দেশি বিদেশী কোম্পানিতে ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং এর উপর বিভিন্ন লিডিং (CEO,CTO,Consultant, Senior Faculty) পজিশনে চাকরি এবং প্রজেক্ট লিড করেন। পাইথন এর ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং এর উপর তার রয়েছে দীর্ঘ কাজের অভিজ্ঞতা। বাংলাদেশের ১৮৫ জন Zend Certified PHP Engineer এর মধ্যে ১২০ এরও অধিক ছাত্র তার হাতে Zend Certified হয়েছেন ।